close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

স্বৈরাচারের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর এনামুল হক খান এনাম

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
এনামুল হক খান এনাম বলেন, “আমার রাজনীতি কোনো পদ-পদবির জন্য নয়, এই দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য। যত বাধাই আসুক, আমি সত্য ও ন্যায়ের পথে থাকব।”..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা উপজেলার একজন পরিশ্রমী, নিবেদিতপ্রাণ ও সাহসী যুবনেতা হিসেবে পরিচিত এনামুল হক খান এনাম দীর্ঘদিন ধরে রাজপথে ছিলেন সংগ্রামের প্রতীক। সাবেক ছাত্র নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করে তিনি আজ ভালুকা উপজেলা শাখার একজন বলিষ্ঠ যুবনেতা।

এনামুল হক খান এনাম ছিলেন ‘স্বৈরাচার হাসিনা হটাও, গণতন্ত্র প্রতিষ্ঠার’ আন্দোলনের একজন অগ্রণী সৈনিক। দেশব্যাপী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে হওয়া আন্দোলন-সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন সাহসিকতার সাথে। তিনি বরাবরই স্বৈরাচার, দমন-পীড়ন ও একদলীয় শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

তার রাজনৈতিক জীবনে তিনি বহুবার মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় তাকে জড়িয়ে বারবার হয়রানি করা হয়েছে। কিন্তু কোন কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের পক্ষে ছিলেন এবং তরুণদের রাজনীতিতে সচেতন ও সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করেছেন।

ভালুকা উপজেলার প্রতিটি আন্দোলন, মিছিল ও সভায় ছিল তার দৃপ্ত পদচারণা। এলাকার যুবসমাজের মাঝে তিনি আশার বাতিঘর হয়ে উঠেছেন। রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সাহসিকতার কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে এক অনুকরণীয় নেতৃত্বের প্রতিচ্ছবি।

এনামুল হক খান এনাম বলেন, “আমার রাজনীতি কোনো পদ-পদবির জন্য নয়, এই দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য। যত বাধাই আসুক, আমি সত্য ও ন্যায়ের পথে থাকব।”

তাকে ঘিরে ভালুকার রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় যুব সমাজ মনে করে, এমন সংগ্রামী নেতাই একদিন হবে জাতীয় পর্যায়ে গণমানুষের কণ্ঠস্বর।

No comments found


News Card Generator