স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের প্রতিরোধ চলবেই- হামাস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের গাজাভিত্তিক রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হামাস।..

বৃহস্পতিবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস বলেছে- তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিরোধ বন্ধ করবে না।  জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া সাম্প্রতিক এক ঘোষণার প্রেক্ষিতে এ বিবৃতি এসেছে।

গত মঙ্গলবার ‘দ্য নিউইয়র্ক ডিক্লারেশন’ নামে পরিচিত ঐ ঘোষণাপত্রে হামাসকে গাজা উপত্যকার শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সংঘাত বন্ধে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে গাজা ফিরিয়ে দিতে হবে এবং হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। জাতিসংঘের মতে, এটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়ার সঠিক পন্থা।


এ ঘোষণাকে সমর্থন জানিয়েছে সৌদি আরব, কাতার, ফ্রান্স ও মিসরসহ মোট ১৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগ। তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়, গাজা উপত্যকার জনগণের স্বাধীন ইচ্ছা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে পাশ কাটিয়ে বাইরের চাপের মুখে  পিছু হটবে না তারা।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়, “ফিলিস্তিনি জনগণের সংগ্রাম কেবল অস্ত্র নয়, বরং অধিকার আদায়ের ন্যায়সঙ্গত প্রয়াস। জেরুজালেমসহ ফিলিস্তিনের পূর্ণ ভূখণ্ডে একটি স্বাধীন রাষ্ট্র গঠনই আমাদের সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য।”

উল্লেখ্য, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ২০০৭ সাল থেকে হামাসের হাতে। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে তাদের রক্তক্ষয়ী সংঘাত চলছে, যার ফলে অঞ্চলটি বারবার মানবিক সংকটে পড়ছে। এই পটভূমিতেই আন্তর্জাতিক মহলের বিভিন্ন পক্ষ যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়ে আসছে।
সূত্র: আলজাজিরা

Không có bình luận nào được tìm thấy