close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার তালায় ঔষধ ব্যাবসায়ীদের চার দফা দাবীতে কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মানব বন্ধন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় ঔষধ ব্যাবসায়ীদের চার দফা দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, তালা উপজেলা ফার্মেসী মালিকরা অংশ নিয়েছেন....

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার তালায় ঔষধ ব্যাবসায়ীদের চার দফা দাবীতে কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২২ মে '২৫ ) সকালে তালা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুততম সময়ের মধ্যে ফেরৎ নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফর্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা এই চার  দাবীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতি, তালা উপজেলা ফার্মেসী মালিকরা এ মানবন্ধন করেন। 


মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতি কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতি তালা উপজেলার সাবেক সভাপতি ও আবিরোন ফার্মেসীর মালিক আনিছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক জাকারিয়া, মিজানুর রহমানসহ কয়েকজন।এ সময় বক্তারা বলেন,  চিকিৎসা হচ্ছে মানুষের চারটি মৌলিক চাহিদার একটি। আর এই জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদন, বিপনন ও সরবরাহের ক্ষেত্রে আমাদের দাবীগুলো বাস্তবায়ন অত্যান্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক। অবিলম্বে এই চার দফা দাবী পূরণের জন্য তারা কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

Nessun commento trovato