সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি পশ্চিমপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুইদিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো "ঈদ আনন্দ মেলা-২০২৫"..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি পশ্চিমপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুইদিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো "ঈদ আনন্দ মেলা-২০২৫"। নানা প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা আর জনপ্রিয় দড়াটানাটানি খেলায় মাতিয়ে তোলে পুরো এলাকা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বারুইহাটি পশ্চিমপাড়ার একটা মাঠে, যেখানে সকাল থেকেই শিশু-কিশোর, যুবক ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা যায়।

মেলার সবচেয়ে আলোচিত ইভেন্ট ছিল বিবাহিত বনাম অবিবাহিত দলের দড়াটানাটানি প্রতিযোগিতা। জমজমাট এই খেলায় হাস্যরসের মাঝে টানটান উত্তেজনার পর জয় পায় অবিবাহিত দল। এই খেলা ঘিরে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে হাসি, উল্লাস আর চিৎকার-ধ্বনির উৎসব। দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় নানা বয়সের মানুষ। উল্লেখযোগ্য খেলাগুলো ছিল— মহিলাদের চেয়ার সিটিং খেলা, বালকদের লম্বা লাফ,মেয়েদের দড়ি খেলা এবং সবার জন্য হাড়ি ভাঙা খেলা।

প্রতিটি খেলায় অংশগ্রহণ ছিল ব্যাপক, এবং প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক শামীম খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। রাতের বেলায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নাটিকা ও নৃত্য দর্শকদের মুগ্ধ করে। দেশাত্মবোধক, লোকগীতি ও আধুনিক সংগীতের অপূর্ব সংমিশ্রণে জমে ওঠে সন্ধ্যার আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: স.ম ইয়াছিন উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক, তালা উপজেলা যুবদল ও যুগ্ম সম্পাদক, তালা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন—সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক, তালা প্রেসক্লাব।

উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এনামুল ইসলাম ইমন ও পাপ্পু সরদার, এবং সঞ্চালনায় ছিলেন জমির উদ্দীন মোল্ল্যা ও জি এম মাছুম বিল্লাহ। বারুইহাটি পশ্চিমপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় দুইদিনব্যাপী এই ঈদ আনন্দ মেলা। মেলার প্রতিটি আয়োজন ছিল গ্রামীণ ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি আর ভ্রাতৃত্বের অপূর্ব মিলনমেলা।

Nenhum comentário encontrado


News Card Generator