close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার তালায় এক শিশুর আত্ম*হত্যা

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় মো. ইমদাদুল খাঁ নামে ১৩ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলার খেশরায় মো. ইমদাদুল খাঁ নামে ১৩ বছর বয়সী এক শিশু আত্মহত্যা করেছে। সে উপজেলার দক্ষিণ শাহজাদপুর গ্রামের মো. ইমান আলী খাঁ’র একমাত্র পুত্র। রবিবার (৬ জুলাই '২৫) দুপুরে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানায়, পাশ্ববর্তী মুড়োগাছা গ্রামের একটি মাদ্রাসায় সে পড়াশোনা করতো। তিন মাস আগে হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নিয়ে জানা যায় সে মিনি স্ট্রোক করেছে। এরপর থেকে সে বাড়িতেই থাকতো। ট্রোকজনিত কারণে শিশু ইমদাদুল কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলো। আজ রবিবার দুপুরে তার বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনু্দ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Không có bình luận nào được tìm thấy