close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার তালায় বসতঘর ভাংচুর-লুটপাটের অভিযোগ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় তালায় বসতঘর ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগে পুলিশ চিন্তিত..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় বসতঘর ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগে পুলিশ চিন্তিত।

শনিবার (১৯এপ্রিল '২৫) সকাল ১১টার দিকে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে উক্ত ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আগোলঝাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীন শেখের ছেলে সেলিম শেখ জানান, অভিযোগ নিয়ে পুলিশ আগ্রহী। ভায়ড়া মৌজার পৈত্রিক ও ক্রয় সূত্রে মোট ৬শতক ৬৬ জমির উপরে বসত বাড়ী ও গোয়ালঘর করে বসবাস করে আসছি। একই এলাকার আকিমুদ্দীন শেখ পূর্ব-পরিকল্পিতভাবে আলামিন শেখ, তহিদ গাজী, ইসলাম শেখ, হাফিজুর গাজীসহ একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে শনিবার সকালে বসত বাড়ীর উপরে হামলা চালিয়ে বাড়ী ও গোয়ালঘর  ভাঙ্গচুর করে। এ সময় দুর্বৃত্তরা ঘরের ভিতরে থাকা বাক্স ভেঙ্গে ১ ভরি ওজনের চেই, ১ জোড়া কানের দুল, ১টি রুলি নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত আকিমুদ্দীন কাছে মুঠো ফোনে যোগযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।

তালা থানার এসআই ইব্রাহিম মোল্লা জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বসত বাড়ী ও  গোয়ালঘর উপর হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

没有找到评论


News Card Generator