close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার শ্যামনগরে বনবিভাগের অভিযানে কচ্ছপ উদ্ধার, নদীতে অবমুক্ত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার শ্যামনগরে বনবিভাগের অভিযানে কচ্ছপ উদ্ধার এবং নদীতে অবমুক্ত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা একটি কাঠা কচ্ছপ উদ্ধার করে নদীতে অবমুক্ত করেছেন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল '২৫) সকাল ১০টার দিকে সুন্দরবনের চুনকুড়ি নদীতে ৩০ কেজি ওজনের কচ্ছপটি অবমুক্ত করেন বনকর্মীরা।  

কৈখালী বনস্টেশন অফিসার (এসও) টি এম সুলতান জানান, একটি সংঘবদ্ধ পাচার চক্র সুন্দরবন হতে কচ্ছপটি পাচার করে লোকালয়ে নিয়ে আসে। এক পর্যায়ে গোপন সংবাদে জানতে পেরে পূর্ব কৈখালী গ্রামের মান্নানের বাড়ী সংলগ্ন পুকুর হতে কচ্ছপটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়। তবে, এ ঘটনায় পাচারকারী চক্রকে শনাক্ত করা যায়নি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator