শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরা খুলনা মহাসড়কে মহেন্দ্রা, ইজিবাইক ও মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে প্রানহানী ঘটেছে। একই সময় আহত হয়েছেন মহেন্দ্রাতে থাকা ৬ যাত্রী।
মঙ্গলবার (১৬ডিসেম্বর '২৫)বেলা ১২টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার সদর উপজেলার শাখরা এলাকার আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (৩৫) ও তার ছেলে মোস্তাকিম ইসলাম (৮)।
আহতরা হলেন , খুলনা জেলা সদরের ইদ্রিস আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন(৫৩),রুপসার দিয়াড়া এলাকার হাতেম আলীর ছেলে খাইরুল আলম( ৩৮),পাইকগাছা উপজেলার কুপিলমুনি এলাকার বাসুদেবের স্ত্রী মিনু (৩৫) ,সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর এলাকার জনাব আলীর ছেলে নুরুজ্জামান (৩৫), কালিগজ্ঞ উপজেলার রতনপুর এলাকার তাপস (৩৭) ও তালা উপজেলার ভারশা এলাকার আলমগীরের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক( এস আই) শোভন দাশ জানান, মঙ্গলবার বেলা ১২ টার দিকে তালা থেকে একটি যাত্রীবাহি মহেন্দ্রা সাতক্ষীরার দিকে যাচ্ছিল, পথিমথ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রা উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুজন নিহত হয় । পরে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই দুজন মারা গেছে। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দুজন নারী রয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম.লুৎফুর কবির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন। সড়ক দূর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।
খর্নিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চানু জানান, দূর্ঘটনা কবলিত মহন্দ্রোটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।



















