close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার পুলিশ মোবাইল ও টাকা উদ্ধারে মূল মালিকদের নিকট হস্তান্তর করল..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় মোবাইল ও টাকা উদ্ধার পূর্বক মূল মালিকদের নিকট হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় মোবাইল ও টাকা উদ্ধার পূর্বক মূল মালিকদের নিকট হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কর্তৃক জানুয়ারি-মার্চ/২০২৫ মাসে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশের টাকা উদ্ধার পূর্বক রবিবার (২০ এপ্রিল '২৫) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম প্রযুক্তির সাহায্যে ইতঃ পূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে জানুয়ারি-মার্চ/২০২৫ মাসে বিভিন্ন ব্র্যান্ডের ১০১ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়া বিভিন্ন নম্বরে বিকাশ/নগদের টাকা ভুলবশতঃ অথবা প্রতারণার মাধ্যমে অন্য নম্বরে চলে যাওয়া সর্বমোট তিন লক্ষ সাত হাজার আটশত পচানব্বাই  টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভিকটিমগণ সন্তুষ্টি প্রকাশ করে এবং পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে কি করতে হবে সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌধুরী রেজাউল করিম, ডিআইও-১, ডিএসবি, সাতক্ষীরা, মোঃ আবুল কাসেম, আরআই, পুলিশ লাইন্স, সাতক্ষীরা, মোঃ মিরাজুল ইসলাম, আরও-০১, রিজার্ভ অফিস, সাতক্ষীরা, মোল্যা জুয়েল, এসআই (নি:), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator