close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার পাটকেলঘাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা কার্যক্রম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে জরিমানা আদায় করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম রবিবার (১ জুন '২৫) সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাণিজ্যিক এলাকায় তদারকি ও জরিমানা আদায় করে।


ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন'০৯ বাস্তবায়নে উক্ত ফ্যাক্টরি পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা ও ক্যাব সাধারণ সম্পাদক পারভীন আক্তার। সহযোগিতায় ছিল জেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম।


তদারকিকালে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে মহসিন ভ্যারাইটি স্টোরে পণ্যের মোড়কে মূল্য ও আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

Aucun commentaire trouvé