close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার নারী নির্যাতন বিরোধী সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
ভূমিজ ফাউরেন্ডশনের আয়োজনে সাতক্ষীরার নারী নির্যাতন বিরোধী সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে, নাটকটি রচনা ও নির্দেশনা প্রদান করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার নারী নির্যাতন বিরোধী সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।

ভূমিজ ফাউরেন্ডশনের আয়োজনে শনিবার (২৪ মে'২৫) সকালে দি সোয়ালোজ ইন ডেনমার্কের সহযোগিতায় অনুষ্ঠিত নাটকটি রচনা ও নির্দেশনা প্রদান করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। প্রায় ৩০ মিনিট ব্যাপি নাটকটি প্রদর্শিত হয়।

নাটক শেষে বিষয়ভিত্তিক আলোচনা করেন মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন মন্ডল এবং ভূমিজ  ফাউন্ডেশনের উন্নয়ন কর্মী  স্বপ্না বিশ্বাস। এ সময় শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Ingen kommentarer fundet


News Card Generator