close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডলকে ঢাকা থেকে গ্রেফতার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গৌরপদ মন্ডল (৪৫) কালিগঞ্জ থানার উভাকুড় গ্রামের ভবনাথ মন্ডলের পুত্র..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ থানায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলার পলাতক আসামি লম্পট গৌরপদ মন্ডলকে ঢাকার আমিন বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল '২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, অনেক চেষ্টার ফলে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত আনুঃ ৮/৯ টার মধ্যে আসামীকে নিয়ে থানায় পৌছাবে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক গৌরপদ মন্ডল (৪৫) কালিগঞ্জ থানার উভাকুড় গ্রামের ভবনাথ মন্ডলের পুত্র। লক্ষ্মীনাথপুর গ্রামের ইটভাটা শ্রমিক গোলাম রসুল ভাটার কাজে বাহিরে থাকার সুযোগে গত ১৮ মার্চ-২৫ তারিখ মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ঘরে ঢুকে জোরপূর্বক তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা কালে বাঁধা দেওয়ায় তাকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসার আগে ভুক্তভোগী ২ সন্তানের জননী ঐ গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এ সময়ে গ্রামবাসী রক্তাক্ত আহত অবস্থায় ঐ গৃহবধূকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কালিগঞ্জ থানায় ধর্ষণ প্রচেষ্টা ও হত্যার চেষ্টার মামলা দায়ের করে। মামলার পর থেকে গৌরপদ মন্ডল পুলিশের গ্রেপ্তার এড়াতে ঢাকার আমিন বাজার এলাকায় একটি ইট ভাটায় কাজ নিয়ে আত্মগোপনে ছিল। এ  বিষয়ে এলাকায় ঘটনার পর পরই সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ধর্ষক গৌরপদ মন্ডলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির  দাবিতে এলাকায় শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। গতকালও গৌরপদ মন্ডলের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে থানা এলাকায় উৎসুক জনতা ভিড় জমাতে থাকে তার ফাঁসি ও বিচার দাবিতে।

没有找到评论


News Card Generator