সাতক্ষীরায় তালায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল অভিযানে ২ জনকে আটক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার তালায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল অভিযানে পুলিশ দুজনকে আটক করেছে

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল, তৈরিকৃত দুধসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল '২৫) রাতে শিবপুর গ্রামে সিরাজুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত অসীম ঘোষের ছেলে সোহাগ ঘোষ (২৭)। 


অভিযানকালে সিরাজুল ইসলামের বাড়ির গোয়ালঘরের বারান্দা থেকে একটি ব্লেন্ডার মেশিন, ৭টি ড্রাম, ভেজাল দুধ তৈরির পাউডার, তেল, একটি মোটরচালিত ভ্যান, একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ ২৮০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, ভেজাল দুধ তৈরির কেমিক্যালসহ দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator