close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় শহীদ পরিবারদের সাথে জামায়াতের ঈদ শুভেচ্ছা ও উপহার বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
জেলা জামায়াতের উদ্যোগে সাতক্ষীরায় শহীদ পরিবারদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরার ৩৬ জন শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার বিতরণ করেছে জেলা জামায়াত। বৃহষ্পতিবার (০৫ জুন '২৫) বেলা সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াসস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্যে রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসলম উদ্দীন, শূরা সদস্য এড. আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, শহর শিবিরের সভাপতি আল মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শহীদরা আমাদের গর্ব। তাঁদের রক্তের বিনিময়ে আমরা আজ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। শহীদদের যে মহান উদ্দেশ্য জীবনদান, তা যেন পূর্ণতা পায় এটাই আমাদের প্রত্যাশা। 

তিনি আরো বলেন, আওয়ামী অপশক্তির হাত থেকে যাঁরা আমাদের মুক্তি দিয়েছেন, তাঁরাই আমাদের শহীদ। তাঁদর আত্মত্যাগ বথা যত দওয়া যাব না। তিনি সরকারের প্রতি শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণের আহ্বান জানান এবং আমীর জামায়াতের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানান।

এসময় শহীদ মুজাহিদের পিতা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুজাহিদ ছিল আমার আদরের সন্তান। সে দেশের জন্য জীবন দিয়েছে এজন্য আমি গর্বিত। যদি তাঁর জীবনদানের মাধ্যমে দেশ প্রকৃত অর্থে বৈষম্যহীনতা প্রতিষ্ঠিত হয়, তবে তার জীবন সার্থক হবে।

No comments found


News Card Generator