close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি ও খাদ্য বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শোক র‍্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশে ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শোকর‍্যালী, আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলার ও পৌর বিএনপি'র যৌথ আয়োজনে শুক্রবার (৩০ মে '২৫) বেলা সাড়েএ ১১ টায় কলারোয়া উপজেলার চত্বর থেকে শোক র‍্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান মিলিত হয়। র‍্যালি ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।  

উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সদস্য অধ্যক্ষ রইস উদ্দিন, আব্দুর রকিব মোল্লা, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের আহবায়ক এম.এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন পারভেজ, যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা মহিলা দলের আহবায়ক  রাশিদ আশরাফ প্রমূখ। পরে সেখানে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শুক্রবার সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করেন। এরপর বেলা সাড়ে ১১টায় শহরের নিউমার্কেট মোড় চত্বরে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এতে জেলা বিএনপি'র আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য-সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশিতিসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে দিবসটি উপলক্ষে পৌর অডিটরিয়মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Keine Kommentare gefunden