close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় স্বর্ণ দোকানঘর ছাইমাটি শ্রমিক ইউনিয়নে মো. জাকির হোসেন বাবুর পদ বাতিল..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা শহরের কামালনগর বৌ বাজার এলাকায় সাতক্ষীরা স্বর্ণ দোকানঘর ছাইমাটি শ্রমিক ইউনিয়নের মো. জাকির হোসেন বাবুর পদ বাতিল করা হয়েছে এবং তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরা শহরের কামালনগর বৌ বাজার এলাকায় সাতক্ষীরা স্বর্ণ দোকানঘর ছাইমাটি শ্রমিক ইউনিয়নের রেজিঃ নং-খুলনা -২৩৭৩।

এর সভাপতি মো.আব্দুল  হক ও সাধারণ সম্পাদক মো.একরামুল হোসেন (মিলন) সহ সংগঠনের সকল সদস্যদের উপস্থিতে সর্বসম্মতিক্রমে মো. জাকির হোসেন বাবুকে স্বর্ণ দোকানঘর ছাইমাটি শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক পদ থেকে সদস্য পদ বাতিল করা হয়েছে।

সে বিগত আওয়ামীলীগের রাজনৈতিক দলের সাথে জড়িত থাকায় ও  ইউনিয়নের সকল কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে স্বর্ণ দোকান ঘর ছাইমাটি শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের উপস্থিতে মো.জাকির হোসেন বাবুর সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে

Không có bình luận nào được tìm thấy