close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় পুশকৃত ৫১২ কেজি বাগদা ও চিংড়ি জব্দ, ৬ জনকে আটক ও জরিমানা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
শ্যামনগরে পুশকৃত বাগদা ও চিংড়ি জব্দ করে যৌথবাহিনী, ৬ জনকে আটক ও জরিমানা করে ভ্রাম্যমান আদালতে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগরে পুশকৃত ৫১২ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ পুশকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে যৌথবাহিনী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 


শনিবার (১০ মে'২৫) সকালে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে পুশকৃত চিংড়িসহ ব্যবসায়ী জাহাঙ্গীর গাজীকে (১ লাখ), আবুল কাশেমকে (২০ হাজার), রনজীত মন্ডলকে (২০ হাজার), শশধর গাইনকে (২০ হাজার), তুমুল মন্ডলকে (২০ হাজার) ও নজরুল ইসলামকে (২৫ হাজার) টাকা জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে  ময়দা ও সাবুদানা পুশকৃত ৫১২ কেজি বাগদা ও গলদা চিংড়িসহ পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় পুশকাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। 

এসময় সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাদীদ রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator