close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় নারীদের নেতৃত্ব বিকাশে সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রশিক্ষণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে নারীদের নেতৃত্ব বিকাশে সিসিডিবি-এনগেজ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিসিডিবি-এনগেজ প্রকল্পের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধিতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারীদের ক্ষমতায়ন লক্ষ্য রেখে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি সোমবার ও মঙ্গলবার, ২৩ ও ২৪ জুন ২০২৫ তারিখে মুন্সিগঞ্জে সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী। সহকারি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুইজন কমিউনিটি অর্গানাইজার ইউরিদা আফরিন ও মেহেরুন ফেরদৌস। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের ২০ জন সদস্য।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকার অবহেলিত নারীদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে নেতৃত্বের বিভিন্ন পদ্ধতি, সাংগঠনিক ব্যবস্থাপনা এবং সমাজ সেবায় নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। যমুনা রানী বলেন, 'উক্ত প্রশিক্ষণটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি আগে নেতৃত্ব কিভাবে দিতে হয়, নেতৃত্বের প্রকারভেদ আছে এগুলো বুঝতাম না সেগুলো সম্পর্কে এই দুইদিনে আমি জানতে পেরেছি। আশা করি আমিও নেতৃত্ব দিয়ে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।'

অন্যদিকে, দীপা মিস্ত্রি তার অভিজ্ঞতা বর্ণনা করেন, 'আমি মানব কল্যাণ নামে একটা ফোরাম এর কোষাধ্যক্ষ কিন্তু নেতৃত্ব এবং সাংগঠনিক ব্যবস্থাপনা সম্পর্কে এমনকি কোষাধ্যক্ষের দায়িত্ব সম্পর্কেও আমার তেমন জ্ঞান ছিল না। উক্ত প্রশিক্ষণটি পেয়ে আমি খুবই আনন্দিত। এই প্রশিক্ষণটি কাজে লাগিয়ে আমার ফোরাম কে আরো উন্নতির শিখরে পৌঁছাতে পারবো। এ ধরণের সহযোগিতা করার জন্য সিসডিবি-এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।'

সিসিডিবি-এনগেজ প্রকল্পের এই ধরনের উদ্যোগগুলি নারীদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা নারীদের সমাজে আরো সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করবে এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করবে।

कोई टिप्पणी नहीं मिली