সাতক্ষীরায় নারী অধিকার রক্ষায় নতুন আহ্বায়ক কমিটি গঠন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা পরিষদ নতুন কমিটি গঠন করে নারী অধিকার সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীলা জেলা শাখা বৃহস্পতিবার (২৯ মে '২৫) বিকালে ঝুটিতলা মন্দির পাড়ায় নারীর মানবাধিকার রক্ষা ও নারীর মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য তাপসী দাশ কে আহবায়ক ও অষ্টমী দাশ কে সদস্য সচিব করে ২৭ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আন্দোল সম্পাদক (ভারপ্রাপ্ত) ফরিদা খাতুন, ব্রাঞ্চ এক্রিকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা বলেন বর্তমান সময়ে প্রতিবেশ ও পরিবেশগত বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন মানবতা ও বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। বিশেষ করে পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতির প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার নারী ও কন্যা। অন্যদিকে পরিবেশ রক্ষা ও সংরক্ষণে নারীর রয়েরেছ ঐতিহাসিক ভুমিকা। 


আলোচনা সভায় বক্তরা আরও বলেন নারীরা আজ সমাজের নানা ক্ষেত্রে পিছিয়ে আছে। নারীরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নারীদের কাজের কোন মযার্দা আজও নারী সমাজ পায়নি। এ সকল কাজের মর্যাদা পেতে হলে প্রথমে নারীদের কে শিক্ষিত হতে হবে। আর এ জন্য নারীদ্রে এগিয়ে আসতে হবে। নারীদের অধিকার নারীদেরকেই অর্জন করতে হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator