সাতক্ষীরায় গুমের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় গুমের বিরুদ্ধে বিচার দাবিতে অধিকার সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা: 

গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে শনিবার (৩১ মে '২৫) বেলা ১১টায়  মানবাধিকার সংগঠন অধিকার  সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অধিকার সাতক্ষীরা জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এর সভাপতিত্বে ও অধিকার সাতক্ষীরা সদস্য সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গুম হ‌ওয়া ডাঃ মুখলেসুর রহমানের পিতা মোহাম্মদ রাশেদ, গুম হওয়া যুবদল নেতা আবু সেলিমের ভাই আলীপুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ইসলাম, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী,  অধিকার সাতক্ষীরার  সদস্য মোঃ নজরুল ইসলাম ঢালী, শ্রমিকদল নেতা রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক আবু বক্কর, সাংবাদিক শাহজাহান আলী মিটন প্রমুখ।  

এ সময় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে গুমের স্বিকার মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ বলেন,  শেখ হাসিনা সরকার ছিল খুনি, এই খুনি পুলিশ বাহিনী ২০১৬ সালে ৪ আগষ্ঠ আমার সন্তানকে থানার হাজত খানায় রাখে। পরে তৎকালীন ওসি এমদাদ'র গুম করে। বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমার ছেলেকে খুজে বের করে দেওয়া হক। বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন ২০১১ সালের ২৯ মে যুবদলনেতা মো. আবু সেলিমকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করে। আজও তার কোন সন্ধান পায়নি পরিবার। 

মানববন্ধনে অধিকার সাতক্ষীরার হিউম্যান রাইটস ডিফেন্ডার এড. শেখ আলমগীর আশরাফ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো এবং যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করার দাবি জানান।


গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করাসহ ৫ দফা দাবী পেশ করেন বক্তারা।

Keine Kommentare gefunden