close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় দুর্ঘটনায় স্তব্ধ শিশু মিহান: অর্থাভাবে চিকিৎসা বন্ধ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
দূর্ঘটনায় আহত সাতক্ষীরার শিশু মিহান অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত। তার অসুস্থ বাবার চিকিৎসাও বন্ধ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার দাসপাড়ায় ৯ বছর বয়সী শিশু মিহান ইসলামের জীবন এখন চরম সংকটে। ২০২৩ সালের ৩ নভেম্বর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর থেকে সে তার কোমর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ নিস্তেজ। অর্থাভাবে তার চিকিৎসা বর্তমানে স্থগিত। তার বাবা, আব্দুস সাত্তার, ছেলের অসুস্থতার চিন্তায় স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুশয্যায়। পরিবারটি সব সহায় সম্পদ বিক্রি করে চিকিৎসার জন্য প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা খরচ করলেও এখন কোন ধরণের সাহায্য ছাড়াই দিন কাটাচ্ছে। পরিবারটির আর্থিক অবস্থার কারণে মিহানের মা মোমেনা খাতুন এখন হাত পেতে সংসার চালাতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের মতে, সাত্তার গাজী ছিলেন দিনমজুর। বিপদে পড়ে তিনি তার সহায় সম্পদ বিক্রি করে ফেলে দেন। প্রতিবেশীরা সামান্য সাহায্য করলেও তা পর্যাপ্ত নয়। মিহান এখন নিজের বাড়ির কোণে বসে সমবয়সীদের খেলা দেখছে। তার ইচ্ছা, আবার সুস্থ হয়ে আগের মতো খেলাধুলা ও পড়াশোনা করতে পারা।

সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. অসীম কুমার জানান, মিহানের স্পাইনাল কর্ডে আঘাত লেগেছে, যার কারণে তার কোমর থেকে পা পর্যন্ত অংশ নিস্তেজ। তিনি বলেন, "ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠতে পারে, কিন্তু এ চিকিৎসা ব্যয়বহুল।" 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানিয়েছেন, "আমাদের মানবিক ফান্ড থেকে পরিবারটিকে সহযোগিতা করা হবে। শিশুটিকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"

মিহানের মা মোমেনা খাতুন সমাজের বিত্তবানদের কাছে তার ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর জন্য তিনি তার মোবাইল নাম্বার ০১৮১৪-০৯৫৭৫৪ প্রকাশ করেছেন।

No comments found


News Card Generator