close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় চিংড়ি চুরির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও জব্দ বাগদা চিংড়ি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে চিংড়ি চুরির অপদ্রব্য পুশের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও জব্দ বাগদা চিংড়ি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময়ে জরিমানা করা হয়েছে বিশ হাজার টাকা ও জব্দকৃত চল্লিশ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামেই (২ নং ওয়ার্ডে ঘটেছে।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বুধবার (২৮ মে'২৫) সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সাতক্ষীরার ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেণ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রৈট অমিত কুমার বিশ্বাস।

এসময়ে পুশকৃত চল্লিশ কেজি বাগদা জব্দ শেষে বিনষ্ট করা হয় এবং অভিযুক্ত নাজমা পারভীনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কালিকাপুর গ্রামের সাদেক আলীর স্ত্রী। আদালত পরিচালনাকালে শতাধিক উৎসুক জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

No comments found