সাতক্ষীরায় বর্বরচিত হামলার প্রতিবাদে ব্যাংকার'স এসোসিয়েশনের মানববন্ধন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার ব্যাংকার'স এসোসিয়েশনের মানববন্ধনে ইজরায়েলী বাহিনী কর্তৃক বর্বরচিত হামলার প্রতিবাদে অংশগ্রহণ করে ব্যক্তিগতভাবে প্রকাশ করে ব্যাংকারা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: "নিরীহ ফিলিস্থিনীদের উপর ইসরায়েলী বাহিনী কর্তৃক বর্বোরচিত হামলার" প্রতিবাদে ব্যাংকার'স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল '২৫) বিকাল ৫ টায় শহরের নিউ মার্কেট চত্বরে এ মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের এসপিও কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংক পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জিএম আবু সায়েম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, সংগঠনের উপদেষ্টা ও রূপালী ব্যাংকের ডিজিএম শংকর কুমার দাশ, এজিএম ইউনুস আলী, জনতা ব্যাংক পাটকেলঘাটা শাখার ম্যানেজার কারিমুছ শাহাদাৎ, তালা শাখার ম্যানেজার শহীদুজ্জামান, বাকাল শাখার ম্যানেজার শাহিনুর রহমান, উপজেলা ক্যাম্পাস শাখার ম্যানেজার বরদা চরন বিশ্বাস, ব্রহ্মরাজপুর বাজার শাখার ম্যানেজার নজরুল ইসলাম, সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার বিদ্যুৎ, উত্তরা ব্যাংকের ম্যানেজার প্রঞ্জানন্দ বালা, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শামীম রেজা, সোনালী ব্যাংক খলিশখালী শাখার ম্যনেজার জসীম উদ্দিন, ফাস্ট সিকিউরিটি ইসঃ ব্যাংকের ম্যানেজার জাফর ইকবাল, আজমল হোসেন, ম্যানেজার মনিরুল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার শাকিল আহমেদ, যমুনা ব্যাংকের ম্যানেজার গাজী মোশাররফ হোসেন, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ইলিয়াসুর রহমানসহ ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সাতক্ষীরার সকল ব্যাংকারা। 

এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মা প্রকাশ করে অংশগ্রহণ করেন ব্যাংকার্স ক্লাব সাতক্ষীরা, আল বারাকা শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী কামরুজ্জামান বুলু, ব্যবসায়ী পল্টু, কামরুল, কাজী রাশেদ আলীসহ দুই শতাধিক ব্যাংকার ও শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা সবাই ইজরায়েলী বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিবাসীর উপর এই বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নিরীহ ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করেন ।

Nessun commento trovato