close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটিতে আওয়ামীলীগ নেতা হামিদুল হক শামীমের নাম অন্তর্ভুক্তির অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার দেবহাটায় বিএনপির সার্চ কমিটিতে আওয়ামীলীগ নেতা হামিদুল হক শামীমের নাম অন্তর্ভুক্তির অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় বিএনপির সার্চ কমিটিতে আওয়ামীলীগ নেতা হামিদুল হক শামীমের নাম অন্তর্ভুক্তির অভিযোগ। 


তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল হকের ভাই হামিদুল হক শামীম।


স্থানীয় সূত্রে জানাযায়, হামিদুল হক শামীম প্রকাশ্যে আওয়ামী রাজনীতিতে যুক্ত ছিলেন এবং নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেন তিনি। একই সাথে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ফুলের মালা  দিয়ে আওয়ামী লীগে যোগদানও করে তিনি। এছাড়া সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুল হকের ভাই হওয়ায় হামিদুল হক শামীম বিগত ১৭ বছর তার ভাইয়ের ক্ষমতা ব্যবহার করে এবং আওয়ামী লীগের পরিচয়ে এলাকার বিভিন্ন লোককে নানাভাবে হয়রানি করেছে। বিগত নির্বাচনে সে প্রত্যক্ষভাবে তার ভাই আসাদুল চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের পক্ষে সরাসরি নির্বাচনী কাজ করেছেন।

Aucun commentaire trouvé