সাতক্ষীরায় বাল্যবিবাহে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীর নিষেধাজ্ঞা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার পালন করলে ব্যবস্থা গ্রহণ হবে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:


সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক কলেজ ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে '২৫) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, উপজেলার তেঘরিয়া গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর সাথে ধানদিয়া দৌলতপুর এলাকার এক যুবকের বিয়ে ঠিক হয়।

বুধবার রাতে বর বিবাহ করার জন্য কনের বাড়িতে আসছিলেন। এক পর্যায়ে মহিলা বিষয়ক অফিসের তৎপরতা জানতে পেরে তারা ফিরে যান। এ সময়  প্রশাসনের পক্ষ থেকে উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ঐ কিশোরীর বাবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন। এ সময় ঐ কিশোরীকে তার বাবার হেফাজতে দেয়া হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator