close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা থেকে ফেরার পথে সাংবাদিক বহনকারী বাস খাদে, আহত ৩৫..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাতক্ষীরা থেকে ফেরার পথে সাংবাদিক বহনকারী বাস খাদে, আহত ৩৫

 

এস এম তাজুল হাসান সাদ, (সাতক্ষীরা)

 

সফর শেষে রাজধানী ঢাকায় ফেরার পথে সাংবাদিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩৫ জন সাংবাদিক আহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরুজ্জামানসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা। তারা জানান, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সাতক্ষীরা সফর কাভার করতে সেখানে গিয়েছিলেন। রবিবার দুপুরে ঢাকায় ফেরার পথে গুড়ি গুড়ি বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

 

মো. নুরুজ্জামান বলেন, “হঠাৎ ব্রেক কষতেই বাসটি স্লিপ করে উল্টে যায়। বাসে থাকা সকল যাত্রীই কমবেশি আহত হয়েছেন, তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।”

 

দুর্ঘটনার পর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Nema komentara


News Card Generator