সাতক্ষীরা সিটি কলেজে পহেলা বৈশাখের শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা সিটি কলেজে এসো হে বৈশাখ 'মুছে যাক গ্লানি, ঘচে যাক জরা' এই প্রতিপাদকে সামনে নিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ ১৪৩২ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা সিটি কলেজে এসো হে বৈশাখ "মুছে যাক গ্লানি, ঘচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা" এই প্রতিপাদকে সামনে নিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ ১৪৩২ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল '২৫) জেলা প্রশাসকের আয়োজনে পহেলা বৈশাখ শোভাযাত্রায় অংশগ্রহণ পরবর্তী সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যুৎসাহী সদস্য তারুল ইসলাম, গভর্নিং বডির সদস্য, এ্যাড আরিফুর রহমান আলো, অভিভাবক সদস্য শেখ জহুরুল হক, শিক্ষক প্রতিনিধি সিরাজুল ইসলামসহ সকল শিক্ষক বৃন্দ। 

কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাঙালিয়ানা পোশাকে কলেজের গভর্নিং বোর্ডের সদস্য, বিদ্যুৎসাহী সদস্য, অভিভাবক সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা পান্তাভোজে অংশগ্রহণ করে।

Không có bình luận nào được tìm thấy