close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় প্রতারণা ও আত্মসাৎের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় কুখরালী গ্রামে বুধবার অনুমোদন পান প্রতারণা ও আত্মসাৎের অভিযোগে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

স্বপ্ন ছিল বিদেশ গিয়ে নিজের ভাগ্যের চাকা ঘুরাবে সাতক্ষীরা পৌরসভার কুখরালী গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলাম। তবে বিদেশ যাওয়া নিয়ে ৫ প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি। প্রতারকরা কয়েক দফায় তার কাছ থেকে নিয়েছেন ৩ লাখ টাকা, কিন্তু বিদেশ যাওয়া হয়নি রং শ্রমিক আশরাফুলের। কান্নাজনিত কণ্ঠে এমনই অভিযোগ করেন কুখরালী এলাকার মো. আইয়ূব হোসেনর পুত্র মো. আশরাফুল ইসলাম।


সৌদি পাঠানোর নাম করে আশরাফুলের কাছ থেকে তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুখরালী এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী মো. নাজমা খাতুন, তার পুত্র মোস্তাকিন, মো. রিপন হোসেনের পুত্র মোছাঃ জেসমিন খাতুন, আব্দুল জব্বারের পুত্র শফিকুল ইসলাম ও মৃত শওকত হোসেনের পুত্র মোঃ শামীমের বিরুদ্ধে।
এবিষয়ে মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে ও মোঃ আশরাফুল ইসলাম জানান, বিবাদীরা বিদেশে লোকজন পাঠানোর নাম করিয়া গ্রামের সহজ সরল লোকজনদের নিকট থেকে টাকা পয়সা নিয়া আত্মসাৎ করে। গ্রামের তাহাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। উক্ত বিবাদীরা আমাকে ভালো চাকরীর প্রলোভন দেখিয়ে সৌদিআরবে পাঠাবে বলে আমার কাছ থেকে অনুমান ০৫ মাস পূর্বে তিন লক্ষ টাকা সহ আমার নিজ নামীয় ২টি পাসপোর্ট মো. নাজমা খাতুন গ্রহন করে। টাকা নেওয়ার ৩ মাসের মধ্যে আমাকে সৌদিআরব পাঠাবে বলে জানায়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিবাদীরা আমাকে সৌদিআরব পাঠাতে না পারায় তাদের নিকট আমার টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে আজকাল করে আমাকে ঘুরাইতে থাকে এবং বিভিন্ন তালবাহানা করে সময় ক্ষেপন করে।


আশরাফুল আরও জানান, এই ৫ প্রতারক আমার টাকা ও পাসপোর্ট ফেরত দিবে না বলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। গত ০৪ মে রাতে তাদের বাড়ীতে যেয়ে আমার টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন করার হুমকি প্রদান করে।


এবষিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

コメントがありません