close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন: পল্টু বাসার সভাপতি ও কাজী আব্দুস সবুর সম্পাদক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার পরিবেশ উন্নতি ও পরিছন্নতা করার লক্ষ্যে সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে, জনসচেতনতা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের সাথে জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার সামগ্রিক পরিবেশকে আরও উন্নত ও পরিছন্ন করার লক্ষ্যে  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে  সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল'২৫) সন্ধ্যা ৭ টায় স্কাউট ভবনে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা পরিবেশ উন্নয়ন সংঘের পল্টু বাসারের সভাপতিত্বে ও সম্পাদক  কাজী সবুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক কবি শিরিন সিদ্দিকী, প্রভাষক মিজানুর রহমান, ফারাহ দিবা খান সাথী, স্বপ্ন সিঁড়ির সভাপতি নাজমুল  হোক, কবি ও লেখক গাজী শাহাজান সিরাজ, ডাঃ মফিজুল ইসলাম, নাহিদ খান চৌধুরী, রোভার রিয়াজ রহমান, সাংবাদিক হাবিবুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা সাতক্ষীরার প্রানসায়ের খালের স্রোতধারা ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং প্রবাহিত খালের স্বাভাবিক গতি প্রবাহে বাধা সৃষ্টি না হয়, সে জন্য জনসচেতনতা বৃদ্ধি, পাশাপাশি শহরের শব্দ দূষণ, বায়ু দূষণ সহ নানা সমস্যা প্রশাসনের নজরে আনা ও জনসচেতনতা সৃষ্টির দিকে আকর্ষণ করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

আলোচনা সভায় উপস্থিতদের সর্বসম্মতিক্রমে জেলা স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক পল্টু বাসার কে সভাপতি এবং জেলা রোভার কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।

Không có bình luận nào được tìm thấy