close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান ও উদ্যোক্তা মেলার আনন্দমুখর পরিসমাপ্তি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে 'শিখি বিজ্ঞানের মজার খেলা' থিমে বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে 'শিখি বিজ্ঞানের মজার খেলা জমে উঠুক নিত্য নতুন মেলা' শিরোনামে একটি বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবনের প্রতি আগ্রহ বাড়াতে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়।

রবিবার, ২৯ জুন'২৫, সকালে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ডা. দিলারা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম সভাপতিত্ব করেন এবং উপাধ্যক্ষ ছন্দা রাহা সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন।

মেলায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তোলে। মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং অতিথিরা একত্রে মিলিত হয়ে এ উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন।

মেলার বিচারকের দায়িত্বে ছিলেন স্কুলের পরিচালক আহসানুর রহিম বিটু, শুভাকাঙ্ক্ষী শ্যামল রাহা এবং আ.ম আখতারুজ্জামান মুকুল। তাদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, রহিমা খাতুন, মনোতোষ রায়, মেহনাজ আক্তার, নওশীন আক্তার মিতুল প্রমুখ।

মেলার সমাপনী অংশে প্রধান অতিথি ডা. দিলারা বেগম বলেন, 'এই ধরনের মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে সাহায্য করে।' তিনি আরো বলেন, 'শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

সারা দিনব্যাপী চলা এ মেলার সমাপ্তি হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। শিক্ষার্থীদের জন্য এমন একটি মেলা তাদের ভবিষ্যৎ শিক্ষা ও উদ্ভাবনী চর্চায় প্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে।

Nessun commento trovato