close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং, সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং, সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা প্রাপ্ত হওয়ার পরে বিচারপতি মাহমুদুল হক বলেছেন, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য জুগে জাগা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় পৌনে একলক্ষ মামলা পেন্ডিং আছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (০৫ মে '২৫) সকালে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, মামলার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের পানাহার, বিশ্রাম ও বাথরুম ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে দেশের অন্য জেলার ন্যায় এখানেও ন্যায়কুঞ্জ নির্মিত হয়েছে। এছাড়া মামলাজট নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই জট একদিনে সৃষ্টি হয়নি। এগুলো শতবছরের। একসময় একটি জেলায় এক-দুজন বিচারক থাকতো, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা অনেক উন্নত। এখন মামালার চেয়ে মামলা নিষ্পত্তির সংখ্যা বেশি।

ন্যায়কুঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, পিপি অ্যাড. মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।

ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।

No se encontraron comentarios


News Card Generator