close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় ঐতিহাসিক কোরআন দিবসে ১০০শ শিক্ষার্থীদের মধ্যে উপহার কোরআন প্রদান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা জেলা শহরে ঐতিহাসিক কোরআন দিবসে ১০০শ শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে কোরআন প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা এই অনুষ্ঠানে প্রধান ভূমিকা রাখে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে সাতক্ষীরায় ১০০শ সাধারণ  শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে কোরআন শরিফ প্রদান করা হয়েছে। 


রবিবার (১১ মে '২৫) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের আল আমিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে কোরআন প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। 


সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন'র  সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মেহেদী হাসান'র সঞ্চালনায় অনুষ্ঠিত কোরআন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মোঃ আব্দুর রহিম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ও বর্তমান সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমিন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন,কলকাতা হাইকোর্টে কোরআন বাতিলের মামলার প্রতিবাদে ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হলে পুলিশ গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করে। 


সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস হিসেবে পালন করে আসছে।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন।

Keine Kommentare gefunden


News Card Generator