শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটিতে শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে যথাযথভাবে দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ মে '২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের ব্যানারে জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইখতেখার আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।