close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিঠাবাড়ি মোড়ে মটরসাইকেল ও মাহেন্দ্রার সংঘর্ষে পুত্রসহ মা নিহত..

MD.REJOAN ULLAH avatar   
MD.REJOAN ULLAH
রেজওয়ান উল্লাহ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ইজিবাইক-মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ আহত হয়েছেন -৮।

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিঠাবাড়ি মোড়ে  ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাকরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (২২) ও তার শিশু সন্তান মুস্তাকিম হোসেন (৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পথচারীরা জানান, দুপুরে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের ভিটাবাড়ি ( ভৈরবনগর) এলাকায় যাত্রীবাহী একটি মাহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

No comments found


News Card Generator