close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় কেমিকেল মিশিয়ে ঢাকায় পাঠানোর সময় ৫ ক্যারেট আম জব্দ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কেমিকেল মিশিয়ে ঢাকা ও গাজীপুরে পাঠানোর সময় পাঁচ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: কেমিকেল মিশিয়ে ঢাকা ও গাজীপুরে পাঠানোর সময় পাঁচ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল '২৫) রাতে সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক থেকে ট্রাকসহ এ আম জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীনুল হক জানান, অপরিপক্ক আমে কেমিকেল মিশিয়ে কালিগঞ্জ থেকে ঢাকা ও গাজীপুরে পাঠানো হচ্ছে মর্মে তিনি খবর পান। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বাইপাস সড়ক থেকে একটি ট্রাকভর্তি আম জব্দ করেন। ওই ট্রাকে থাকা কয়েক বস্তা গুটি আম ব্যতীত পাঁচ কারেট কেমিকেল মিশ্রিত আম জব্দ করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ ও সদর কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে অবহিত করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা পৌরসভা চত্বরে রোলার দিয়ে ওই আম নষ্ট করা হয়। তবে গুটি আম এখনো ফেরৎ নিতে আসেনি মালিক।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator