close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় জমি-জমা বিরোধে তোলপাড়, বিরক্তিকর অবস্থা

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরায় তালা উপজেলার ইসলামকাটি গ্রামে জমি-জমা বিরোধে তোলপাড় চলছে এবং সরকারের বিভিন্ন দপ্তরে এই বিষয়ে অভিযোগ প্রদান করা হয়েছ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :


সাতক্ষীরার তালায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে এই বিষয়ে অভিযোগ করেছে। বর্তমান ক্ষমতাসীন লোকজনের মধ্যেও তোলপাড় শুরু হয়েছে বিষয়টি নিয়ে। বিষয়টি হিন্দু সম্প্রদায়ের মধ্যে হওয়ায় তারা ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি গ্রাম। 


ইসলাম কাটিগ্রামের শেখ শামসুর রহমান, জামাল হোসেন, সখিনা খাতুন জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামের তুষার কান্তি ও মানিক কান্তির মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। মানিক কান্তি থাকেন আমেরিকায়। তার ছেলে পীযুষ কান্তি ঢাকায় চাকুরী করেন। মানিকান্তির জমি জায়গা বেশিরভাগই ভোগ করেন তার ভাই তুষার কান্তি। সম্প্রীতি পীযূষ কান্তির স্ত্রী সুখ লাহোরী বাড়িতে এসে একটি মরা নারকেল গাছ কাটতে যায়। এতে বাধা দেয় তুষার কান্তি ও তার পরিবারের লোকজন। সুখ লাহোরি তার ধর্মের ভাই বিএনপির কর্মী আব্দুর রউফের নিকট এর বিচার দেন। আব্দুর রউফ ঘটনাস্থলে আসলে তার উপর চড়া হয় তুষার কান্তির লোকজন। আবার বিভিন্ন দপ্তরে উল্টো অভিযোগও করেছেন তুষার কান্তি। বিএনপি নেতাদের কাছেও আব্দুর রউফের বিরুদ্ধে অভিযোগ করেছে। 


 মানিক কান্তির ছেলে পীযূষ কান্তি ও তার স্ত্রী সুখ লাহোরিও তার পিতা সুনিল চন্দ্র জানান, তারা বাড়িতে না থাকার কারণে তুষার কান্তি তাদের  জায়গা জমি জবর দখল করে রেখেছে। জমিজমা ফিরে পাওয়ার জন্য তারা স্থানীয়দের কাছে বিচার দাবী করেছেন। কেউ বিচার করতে আসলে তাকে উল্টো হামলা মামলার ভয় দেখায়। তারা বাড়িতে এসে একটি মরা নারকেল গাছ কাটতে গেলে ঘটে বিপত্তি। তুষার কান্তির লোকজন তাদের উপর হামলা চালায়। আবার উল্টো অভিযোগ করেছে বিভিন্ন দপ্তরে। যার কারনে নিরাপত্তাহীনতায় রয়েছে তারা। 


আব্দুর রউফ মীমাংসা করতে এসে এখন সামাজিক ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুষার কান্তির বিপক্ষে কথা বললে তার হামলা মামলা শিকার হতে হয়। বিগত সরকারের আমলেও তারা হামলা মামলা শিকার হয়েছে। এই সময় এসেও তারা জমি ফেরত পাচ্ছে না। যেকোনো সময় তাদের জান মালের ক্ষতি হতে পারে বলে জানান তারা। 


তুষার কান্তির ছেলে আশিষ হরি জানান, তাদের পরিবারে জমিজমা নিয়ে বিরোধ আছে। বাহির লোকজন হস্তক্ষেপ করায়  তারা সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করেছে।


তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান,এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।

没有找到评论


News Card Generator