close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক চোরাকারবারি আটক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেনন্সিডিল সহ মাদক চোরাকারবারি আটক হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ৩৫ বোতল ফেনন্সিডিল সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। 


মঙ্গলবার (২৭ মে '২৫) সন্ধ্যা ৬টার দিকে সদরের আলিপুর ইউনিয়নের শিবপুরপাড়া এলাকায় এআটকের ঘটনা ঘটে। 


আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ বাদল গাজী (৪২)। সে ওই এলাকার -মৃত আফসার গাজীর ছেলে।


জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় আলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ বাদল গাজী নামের এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে তার নিজ বাড়ি হতে ৩৫ বোতল ফেনন্সিডিল সহ আটক করা হয়। এ’ঘটনায় আসামির বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator