সাতক্ষীরায় গাজার গণ'হ'ত্যার প্রতি'বাদে বিএনপির বিক্ষো'ভ মি'ছিল ও সমা'বেশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংস হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি..
শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংস হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
 
বুধবার (৯ এপ্রিল '২৫) সকালে শহরের নিউমার্কেট মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন বয়কট বয়কট ইসরায়েল বয়কট ফিলিস্তিন জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
 
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ। তিনি বলেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর চলমান গণহত্যা বিশ্ব মানবতার জন্য লজ্জার। পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্ছিত করতে হবে এবং ফিলিস্তিনের বিজয় নিশ্চিত করতে হবে।
 
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিল ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, শফিকুর রহমান বাবু প্রমুখ। তারা সবাই ফিলিস্তিনের পক্ষে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বয়কটের জন্য জনগণ ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন।
 
সমাবেশে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
कोई टिप्पणी नहीं मिली