close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযানে পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরায় বিজিবি চোরাচালান বিরোধী অভিযানে পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরায় বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

মঙ্গলবার (২৭ মে '২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া বিওপি এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল ৫ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। যার সর্বমোট সিজার মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা।
 
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tidak ada komentar yang ditemukan