close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় বাইপাস সড়কে পেট্রোল বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে দুটি ব্যাগে পেট্রোল বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের পা‌শে দু‌টি ব্যাগে  ছোট বড় ১০টি পেট্রোল বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল '২৫) সকালে ব্যাগ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ প‌রিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল '২৫) রাতে বকচরা মোড় সংলগ্ন বাইপাস এলাকার পরিত্যক্ত জমিতে দু’টি ব্যাগের মধ্যে ছোট-বড় মিলিয়ে ১০টি বোমা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।রাতেই পুলিশ এলাকাটি ঘিরে রাখে।

বুধবার সকালে ব্যাগ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। সেনাবাহিনীর বোমা ডিসপজাল টিমকে অবহিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব তারা সেগুলো নিস্ক্রিয় করবেন।

Walang nakitang komento