Are you 18 years old or above?
চট্টগ্রামের সাতকানিয়া কালিয়াইশে প্রবাসী মানব কল্যাণ সংগঠনের অর্থায়নে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ৭ মার্চ উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব কাটগড়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,সাবেক মেম্বার আবদুল মেম্বার,মোহামদ আলি সও, ইদ্রিস মাস্টার,হারুন ড্রাইভার,আবদুস ছবুর,হাসান সও,বাহাদুর মিয়া,লেদু ড্রাইভার,জাহাঙ্গীর ড্রাইভার,কামাল ড্রাইভার প্রমূখ। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ বছরও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে তাঁরা। এতে শতাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সকলের সহযোগিতায় এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
আপনার স্বপ্নের ব্যবসার জন্য একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে চান?..
Politics • 4,533 Views
Politics • 3,800 Views
Politics • 3,738 Views
Politics • 3,466 Views
Politics • 2,574 Views
Politics • 2,285 Views
Politics • 2,185 Views