close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরায় সন্ত্রাসী চক্রের অত্যাচারে নিরাপত্তাহীনতা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কলারোয়ায় চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্রের অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী কামাল শেখ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সম্প্রতি এক সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের হাতে নির্যাতিত হওয়ার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পিচলাপোল গ্রামের বাসিন্দা মো. কামাল শেখ। বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

কামাল শেখ জানান, গত বুধবার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসুস্থ মামাকে দেখতে যাওয়ার পথে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। ইউরেকা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কলারোয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিরুল সরদারের ছেলে শুভ রাসেলসহ প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে।

কামাল আরও জানান, শুভ রাসেল তার মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৬ হাজার টাকা ছিনতাই করে এবং আরও ৫০ হাজার টাকা দাবী করে। নিরুপায় হয়ে তিনি তার ভাই আলিম শেখকে ফোন করলে তিনি আরও ৫০ হাজার টাকা নিয়ে এসে তাদের দেন। এরপর তারা কামালের মোবাইল ও মোটরসাইকেল ফিরিয়ে দেয়।

কামাল অভিযোগ করেন, সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক ইয়াবা ধরিয়ে দিয়ে ভিডিও করে। তারা হুমকি দেয় যে, বিষয়টি বাইরে জানালে তাকে খুন করে গুম করা হবে এবং ভিডিওটি প্রশাসনের কাছে দিয়ে তাকে ফাঁসানো হবে। তিনি জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কামাল শেখ আরও বলেন, এ চক্রটির বিরুদ্ধে মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, জমি দখল সহ লুটপাটের মামলা রয়েছে। তাদের ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না। তিনি সাতক্ষীরা পুলিশ সুপার, সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্প ইনচার্জ এবং গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন জানায়, তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সাতক্ষীরার সাধারণ মানুষও আশা করছে যে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপে এই সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্য বন্ধ হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।

Nema komentara