close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাত সকালে সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ হারালেন তিন নারী শ্রমিক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হবিগঞ্জের মাধবপুরে একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢ
হবিগঞ্জের মাধবপুরে একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে ঊর্মী আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২), এবং একই কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)। মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, সকালে তিন নারী একটি টমটমে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশার কারণে একটি নাম-পরিচয়হীন গাড়ি তাদের বহনকারী টমটমে ধাক্কা দেয়। টমটমটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়, ফলে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত গাড়ি এবং চালককে শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনা ঘন কুয়াশা ও যানবাহনের বেপরোয়া গতির বিপজ্জনক দিকটি ফের সামনে এনেছে। নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে
Ingen kommentarer fundet