ঢাকাই শোবিজে গুঞ্জনের আগুন আবারও জ্বালিয়ে দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত।
গত ২ জুন, রোববার দিবাগত রাত ২টার দিকে ফেসবুকে তিনটি সেলফি পোস্ট করেন মিষ্টি জান্নাত। ছবিগুলোতে স্পষ্ট দেখা যায়, কোনো বিমানের ভেতরে পাশাপাশি বসে আছেন শাকিব ও মিষ্টি। একে একে তিনটি সেলফি তোলেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন— “লাভ লাভ”। আর এ ক্যাপশন দেখেই যেন আগুনে ঘি ঢেলে দিলেন!
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। শুরু হয় আলোচনা, তর্ক, এমনকি কটাক্ষ।
অনেকেই ভাবছেন, হয়তো নতুন কোনো সিনেমার কাজ করছেন তারা। কেউ আবার সন্দেহ করছেন— কেবল বন্ধুত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর সম্পর্ক?
এই ঘটনা নিয়ে জানতে চাইলে মিষ্টি জান্নাত বলেন, “কিছু একটা তো আছেই! নইলে আমি হুট করে কলকাতায় যেতাম কেন? এখনই কিছু বলব না। সময় এলে সবাই জানবেন।”
তবে ঘটনা এখানে শেষ নয়। বরং নতুন মোড় নিয়েছে শাকিব ভক্তদের তীব্র প্রতিক্রিয়ায়।
এর আগে মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে এক সাক্ষাৎকারে কিছু মন্তব্য করেছিলেন, যা এখনও অনেকে ভুলে যেতে পারেননি। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এই সেলফি যেন সেই আগুনে আরও ঘি ঢেলে দিল।
মিষ্টি জান্নাত বলেন, “দেখলাম কেউ কেউ বলছে আমি নাকি দূর থেকে শাকিবকে দেখে দৌড়ে গিয়ে ছবি তুলেছি! আমি আলোচনায় আসার জন্য এমন করেছি! ভাই, শাকিব খান তো মেগাস্টার, তার ক্যারিয়ার ২৫ বছরের, আর আমার বয়সই তো ২৭! আমি ছবি তুলতেই পারি, এতে সমস্যা কোথায়?”
তিনি আরও বলেন, “আমরা পাশাপাশি সিটে বসেই ফিরেছি। আমাদের রিলেশন আগেও ভালো ছিল, এখনও আছে। মাঝখানে একটা ঘটনা ভাইরাল হয়েছিল বলে সম্পর্ক খারাপ হয়ে যায়নি। আপনারা চাইলে শাকিব খানকেও জিজ্ঞেস করতে পারেন।”
তবে সবচেয়ে বিস্ময়কর বক্তব্য দিয়েছেন মিষ্টি যখন বলেন, “সবাই শুধু সেলফি নিয়েই নিউজ করছে! আমরা যে সারারাত একসঙ্গে আড্ডা দিলাম, তার কী হবে? শাকিব খানের ড্রাইভার যে আমাকে বাসায় পৌঁছে দিলেন, সেই খবর কোথায়?”
এই মন্তব্যেই যেন স্পষ্ট— বিষয়টা কেবল এক-দুইটা সেলফির মধ্যে সীমাবদ্ধ নেই।
ঘটনার আরেকটি দিক হলো, কলকাতা থেকে ফেরার সময় শাকিব খান ছিলেন ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং শেষে ফিরতি ফ্লাইটে।
মিষ্টিও সেই একই ফ্লাইটে ছিলেন, আর তখনই তুলেছেন সেই সেলফি। তবে ঘটনা এখানেই শেষ নয়। কিছুদিন আগে শাকিব খানের ‘তৃতীয় বিয়ে’ নিয়ে নানা গুঞ্জন চলছিল। শোনা যায়, এক ‘ডাক্তার পাত্রী’র সঙ্গে শাকিবের সম্পর্ক রয়েছে। তখন অনেকেই ধরে নিয়েছিলেন— সেই ডাক্তারই মিষ্টি জান্নাত!
মিষ্টি জান্নাত আসলেই একজন ডেন্টাল সার্জন, পাশাপাশি অভিনেত্রী হিসেবেও পরিচিত।
ফলে নতুন করে শাকিব-মিষ্টির সম্পর্ক নিয়ে গুঞ্জন ডালপালা ছড়াচ্ছে। যদিও তারা কেউই এখনই সম্পর্কের ধরণ নিয়ে কিছু স্পষ্ট করেননি।
তবে মিষ্টির ফেসবুক পোস্টের ‘লাভ লাভ’ ক্যাপশন, সারারাত আড্ডা দেওয়ার কথা আর শাকিব খানের ড্রাইভার তাকে বাসায় পৌঁছে দেওয়ার বক্তব্য— সব মিলিয়ে শোবিজে জল্পনার শেষ নেই।
যদিও বিষয়টি নিয়ে নানা রকম মন্তব্য চলছে, কিন্তু মিষ্টি জান্নাতের এক বক্তব্য হয়তো সব প্রশ্নের চাবিকাঠি — “আমাদের সম্পর্ক মিডিয়ার বানানো নয়। কে কাকে পছন্দ করে, সেটা ক্যামেরার সামনে বলে দিতে হয় না!