close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সার সিন্ডিকেটের মূল হোতা দলকে দোষারোপ করলেও মূলত ডিলারাই এর জন্যই দায়ী  নামে মাত্র কিছু ডিলার চলছে গোপনে সার বিক্রির  পায়তারা,,পয়েন্ট থাকার কথা যেখান..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
সার সিন্ডিকেটের মূল হোতা দলকে দোষারোপ করলেও মূলত ডিলারাই এর জন্যই দায়ী  নামে মাত্র কিছু ডিলার চলছে গোপনে সার বিক্রির  পায়তারা,,পয়েন্ট থাকার কথা যেখানে সেখানে না থেকে নামে মাত্র সাইনবোর্ড..

 ,

নিজস্ব প্রতিনিধি ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে  সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করে যাচ্ছেন ডিলার।

গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা ভোমরাদহ ইউনিয়নে বিএডিসি (ডিলার) মেসার্স জামান বীজ ভান্ডার  গোডাউনে দেখা গেছে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১ শতাধিক  কৃষক সার ক্রয় করতে আসে। সরকার নির্ধারিত মূল্য তালিকা সাইনবোর্ড দিয়ে সরকারি মূল্য  টিএসপি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা ও এমওপি ২০ টাকা কেজি দরে সার বিক্রি করছেন মেসার্স জামান বীজ ভান্ডারের সত্বাধিকারী ডিলার আলহাজ্ব মনিরুজ্জামান রয়েল।

একি চিত্র দেখা গেছে নয় নং সেনগাঁও ইউনিয়নের আমতলী বাজারে মেসার্স সেলিম ট্রেডার্স এ সার ক্রয় করতে আসা কৃষকদের উপচেপড়া ভীড়। সেখানে সুষ্ঠ ভাবে কৃষকের মাঝে সার বিক্রয় করছেন ডিলার এর প্রতিনিধি সেলিম ও শান্ত।

কিছু সার ডিলারের যেখানে পয়েন্ট থাকার কথা
সেখানে না থেকে অন্য জনের কাছে লাইসেন্সের সার বিক্রি করে পয়েন্টের জায়গায় নামে মাত্র সাইনবোর্ড। 

অপর দিকে একই দিনে দেখা গেছে ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজারের মেসার্স কৃষি বিতাণে সার ক্রয় করতে আসা কৃষকরা অপেক্ষার প্রহর গুনছে ডিলার পয়েন্ট এর সামনের রেল লাইনের উপর বসে। তবে কৃষকের অভিযোগ রয়েছে কৃষি বিতাণে বিকেল চারটার পর সার বিক্রি করে না ডিলারের মনোনিত প্রতিনিধি। উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে এক কৃষক গত মঙ্গলবার ৯ ডিসেম্বর সার ক্রয় করতে ডিলার  পয়েন্ট যান এবং উপ সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি সার ক্রয় করতে এসেছেন বলে ডিলারের পয়েন্ট এর প্রতিনিধিকে জানালে তিনি

সে কৃষকের সাথে উচ্চ স্বরে কথা বলে জানিয়ে দেন এখন হিসাব ক্লোজ করে দেওয়া হয়েছে। বিএস আসতে বলেছে বিএস এর কাছে নেন। এখন কোন সার দেওয়া হবে না আগামীকাল ছাড়া।

বিষয়টি নিয়ে মেসার্স কৃষি বিতাণে সত্বাধিকারী নাসির উদ্দিনের সাথে কথা বলতে তার ডিলার পয়েন্টে গেলে তাকে পাওয়া যায়নি সেই সাথে তার ব্যাবহৃত মুঠোফোন নম্বর টি বন্ধ পাওয়া যায়।

মেসার্স জামান বীজ ভান্ডারের সার কিনতে আসা ভোমরাদহ ইউনিয়নের কৃষক আবু জাফর হোসেন, বাধন, ঝর্ণা বেগম,মোতাহার হোসেন, সেলিম রেজা, নজরুল ইসলাম , আলম সহ আরো অনেকেই বলেন,চলতি  মৌসুমে  টিএসপি, এমওপি ও ডিএপি সার আমাদের উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী গোপনে সরকারি  মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করায় আমরা হিমশিমে পরে যাই। কিন্তু কৃষি অফিসের কৃষি অফিসার স্যারেরা এখন ডিলার পয়েন্টে এসে আমাদের সহযোগিতা করে থাকেন ডিলারের দোকানে ডিলার রয়েল মাস্টার একজন হাজী মানুষ এখানে কোন সমস্যা ছাড়াই সরকারি মূল্যে সার কিনতে পারছি আমরা।

 

এ সময় কৃষকরা ধন্যবাদ দিয়ে বলেন  কৃষি অফিসের জয়নাল বিএস ও হেলাল স্যার যে ভাবে খোঁজ খবর নিচ্ছেন এভাবে নিলে আমরা সঠিক মূল্যে সঠিক সময়ে আমরা আমাদের প্রয়োজন মাফিক সার কিনতে পারবো।

মেসার্স জামান বীজ ভান্ডারের সত্বাধিকারী ডিলার আলহাজ্ব মনিরুজ্জামান রয়েল   বলেন, আমরা যখন থেকে সার পেয়েছি তখন থেকেই সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে ও কৃষকের চাহিদা অনুযায়ী

সার বিক্রি করে যাচ্ছি।  আমাদের গোডাউনে যতক্ষণ সার থাকে ততক্ষণ আমরা সার বিক্রি করি ।

ভোমরাদহ ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল  আবেদীন জানান, আমি সহ মোট তিন জন ভোমরাদহ ইউনিয়নের কৃষক সেবায় নিয়োজিত রয়েছি বর্তমান এ আমরা কৃষি অফিসার স্যারের দিক নির্দেশনা অনুযায়ী এই ইউনিয়নের  কৃষকদের মাঠ পর্যায়ে সার পৌঁছে দেওয়া, সঠিক পরিমাণ নিশ্চিত করা এবং সার বিতরণের সময় তদারকি করি। যাতে কৃষকরা নির্ধারিত মূল্যে সার পেতে পারে এবং ডিলাররা সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে পারে। এবং কৃষকের মাঝে নিয়মিত কৃষি পরামর্শ প্রদান করি।

পীরগঞ্জ উপজেলা কৃষি  কর্মকর্তা নাজমুল হাসান বলেন , এ উপজেলায় বিসিআইসি মোট ১১ জন  বিএডিসি ২৬ জন ডিলার রয়েছে।  বিকেল চারটার পর কৃষকের মাঝে সার বিক্রি করেন না ডিলার এবিষয় তিনি বলেন বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রি নিয়ম আছে।সার আছে সারের কোনো সংকট নেই পীরগঞ্জে  ।

No comments found


News Card Generator