close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাংবাদিক শাকিলের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন..

Juwel Hossain avatar   
Juwel Hossain
গাজীপুরে আনন্দ টিভির প্রতিনিধি সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি..

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে আনন্দ টিভির প্রতিনিধি সাংবাদিক শাকিলের বিরুদ্ধে থানায় দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, পূবাইল এলাকার কথিত মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের অনিয়ম ও ভুয়া পরিচয় সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরই সাংবাদিক শাকিলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়। বক্তারা এ অভিযোগকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ও গণমাধ্যমকে স্তব্ধ করার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শাকিল একজন সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক, যিনি সবসময় জনস্বার্থে রিপোর্ট করে আসছেন। তার অনুসন্ধানী প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্ন দুর্নীতি ও অপরাধ প্রকাশ্যে এনেছে, যা জনমনে সাড়া ফেলেছে। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তারা আরও বলেন, সাংবাদিক শাকিল কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থে কাজ করেন না। বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তার পেশাগত নীতি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে একজন সৎ সাংবাদিককে হয়রানি করা হচ্ছে, যা গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি।

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধারাও দাবি করেন, যাকে কেন্দ্র করে অভিযোগের সূত্রপাত, সেই আব্দুর রউফ সরকার কখনোই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তার পরিচয় সম্পূর্ণ ভুয়া এবং তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছেন।

সাংবাদিকরা অবিলম্বে শাকিলের বিরুদ্ধে থানায় দায়েরকৃত অভিযোগ প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা অভিযোগগুলোও প্রত্যাহারের দাবি জানান তারা।

Комментариев нет