close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিক কামরুজ্জামান সুইটকে হত্যার হুমকিতে নিরাপত্তাহীনতা..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠিতে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কামরুজ্জামান সুইটকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।..

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা খালে পাইলিং স্থাপন কাজের অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশের পর সাংবাদিক কামরুজ্জামান সুইটকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ৯০১, তারিখ- ২০-১০-২০২৫) করেছেন।

কামরুজ্জামান সুইট জাতীয় দৈনিক খবরেরকাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক দূরযাত্রা ও দৈনিক খবর ডটকমের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন। তার জিডিতে বলা হয়, ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র নাঈম হোসেন এবং তার মা নিলুফা বেগম ওই এলাকার প্রেসিডেন্ট বাড়ির খলিল হাওলাদারের ঘরের সামনের খাল পাড়ের ৫০০ ফুট পাইলিং এর কাজের অনিয়ম করেন।

এই অনিয়মের ভিডিওসহ সংবাদটি ১৬ অক্টোবর দৈনিক খবর ডটকম পোর্টালে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ২০ অক্টোবর সকাল ১০:৩৬ মিনিটে কামরুজ্জামানের মোবাইল নম্বরে (০১৯৩৬-১১২৭০৭) নাঈম হোসেন (০১৩০৪-৮৫৭৩৫০) ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবন্ধকতা সত্ত্বেও, নাঈম হোসেন তাকে জবাই করে হত্যার হুমকি দেন। এসময় হুমকির বিবৃতি লাউড স্পিকারে শোনালে পাশে থাকা সাংবাদিক বাবুল মিনা এবং সাইফুল ইসলাম বাবু তা শুনতে পান।

কামরুজ্জামান সুইট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, "সাংবাদিককে হুমকির ঘটনায় জিডি করা হয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"

এই ঘটনা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সাংবাদিকরা যখন দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করেন, তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের হুমকি সাংবাদিকদের কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাদের স্বাধীনতা হ্রাস করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ এবং এর প্রতিকার না হলে সমাজে সত্য প্রকাশের চর্চা ক্ষতিগ্রস্ত হতে পারে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

সাংবাদিকতার নীতিমালা রক্ষা করতে এবং জনস্বার্থে কাজ করতে সাংবাদিকদের নিরাপত্তা অপরিহার্য। এ ধরনের হুমকি প্রতিরোধে রাষ্ট্রের সক্রিয় ভূমিকা থাকা উচিত এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator