সাংবাদিক আইয়ুব হোসেন রানার পিতার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক জ্ঞাপন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার প্রবীণ ব্যক্তিত্ব মো: মকবুল সরদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম..

আইনিউজবিডি ডেস্ক:

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সাতনদী পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আইয়ুব হোসেন রানার পিতা মো: মকবুল সরদার (৭৩) মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে আশাশুনির বুধহাটা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হার্ট এবং কিডনি রোগে ভুগছিলেন। 

মঙ্গলবার বাদ জোহর বুধহাটা কওছারিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় মরহুমের আত্মীয় স্বজন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আসেপাশের এলাকার মানুষ উপস্থিত ছিলেন। 

মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, 'মো: মকবুল সরদারের মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান ব্যক্তিত্বকে হারালাম। তার অভাব সহজে পূরণ হবার নয়।' সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন বলেন, 'তিনি ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ, যিনি সকলের প্রিয় ছিলেন।' 

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, যেমন সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, এবং কার্যনির্বাহী সদস্যরা (আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু) একযোগে শোক প্রকাশ করেছেন। 

মো: মকবুল সরদার তার জীবদ্দশায় সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তার এই অবদানগুলো স্মরণীয় হয়ে থাকবে। তার শোকসন্তপ্ত পরিবারকে সহানুভূতি জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করে তাদের সমবেদনা জানিয়েছেন। 

মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার অনুপস্থিতি সকলের মনে এক শূন্যতার সৃষ্টি করেছে।

Nessun commento trovato