close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাতক্ষীরার পৌরসভার সড়ক গুলোর বেহাল দশা! ড্রেনেজের ব্যবস্থা না থাকায় জনজীবন বিপর্যস্ত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা পৌরসভায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এবং এর ফলে এলাকাবাসীদের জীবনযাত্রা চরম দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে পৌরসভার নিম্নাঞ্চলগুলো, যেমন মধুমল্লারডাঙ্গী, ক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরা পৌরসভায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এবং এর ফলে এলাকাবাসীদের জীবনযাত্রা চরম দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে পৌরসভার নিম্নাঞ্চলগুলো, যেমন মধুমল্লারডাঙ্গী, কামালনগর, ইটাগাছা, পুলিশ লাইন প্রভৃতি এলাকায়, জলাবদ্ধতা সমস্যায় বাসিন্দারা অসহনীয় অবস্থার সম্মুখীন হচ্ছেন। 

পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, রাস্তা এবং বাসাবাড়ি পানির নিচে তলিয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মৎস্য ঘের তৈরি করেছেন, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ তৃতীয় মাত্রাকে বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমরা ঘের মালিকসহ সংশ্লিষ্টদের সাথে বারবার আলোচনা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে।” 

পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কলোনি পাড়ার বাসিন্দা মাসুদ রানা তৃতীয় মাত্রাকে জানান, “পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মৎস্য ঘের তৈরি করায় বৃষ্টির পানি জমে থাকে মাসের পর মাস। এই কারণে বাসাবাড়ি এবং সড়কগুলো জলাবদ্ধ হয়ে পড়ে, যা আমাদের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।” 

একজন পৌর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় মাত্রাকে বলেন, “বাজার এলাকায় ড্রেনেজ সংস্কারের একটি প্রকল্প রয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।” 

৬ নং ওয়ার্ডের কুখরালী এলাকার একজন বাসিন্দা তৃতীয় মাত্রাকে জানান, “আমাদের এলাকায় প্রায় একশো ঘর এবং পাচশত মানুষ পানি বন্দী হয়ে আছে। পাঁচ বছর ধরে চলমান এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।” 

এই দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা জনজীবনে বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। পচা পানির কারণে চর্ম রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, বাচ্চারা ঠিকমত স্কুলে যেতে পারছে না সাপের ভয়ে। এলাকাবাসীর দাবি, শুধুমাত্র একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা তাদের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারে। 

স্থানীয় প্রশাসন ও পৌরসভার কার্যকর পদক্ষেপের অভাবে সাতক্ষীরা পৌরসভার এই দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে কোনো অগ্রগতি দেখা যায়নি। এলাকাবাসী দ্রুত এই সমস্যার সমাধান চান এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

No se encontraron comentarios