close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাইন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাইন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। আর এতে সাইন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে থাকা ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে। তবে কী কারণে এ সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
কোন মন্তব্য পাওয়া যায়নি